‘‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’’ প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা প্রশাসন, বরিশালের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ অক্টোবর বিকেল ৫.০০টায় বরিশাল জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সালেহউদ্দিন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম চৌধুরী, বরিশাল জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সভাপতি খাদিজা আক্তার মিম, অপরাজেয় বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফেরদৌসি সুলতানা, কঁচিকাঁচার মেলার সংগঠক সিরাজুম মুনির টিটু, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর শুভঙ্কর ব্যানার্জী, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, মহানগর শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার প্রমূখ।
আলোচনা সভা শেষে কন্যা শিশুদের দেশগান প্রতিযোগিতা, প্রাক-প্রাথমিক শিশুদের ছড়া বলা প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে বাংলাদেশ শিশু একাডেমী বরিশালের সাংস্কৃতিক প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস