বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল আয়োজনে জেলা প্রশাসন বরিশালএর সহযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ের ছড়াগান,লোকগান,দলীয় লোকনৃত্য প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ আজ ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব রাম চন্দ্র দাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব এস,এম,অজিয়র রহমান।প্রধান অতিথির ভাষনে বিভাগীয় কমিশনার বলেন,শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে সৃজনশীল মানুুষ হিসেবে গড়ে তুলবার জন্য বর্তমান সরকার অনেক কর্মসুচি গ্রহণ করেছে।সেই সুযোগগুলো গ্রহনের মধ্য দিয়ে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।সভাপতির ভাষনে জেলা প্রশাসক জনাব এস,এম,অজিয়র রহমান বলেন,মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বতর্মান প্রজন্মকে বড় হতে হবে।নিজেকে বিকশিত করার জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে হবে।তিনি শিশু ও অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বক্তব্য রাখেন বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা হোসাইন প্রমুখ। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।বিভিন্ন পর্বে প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন শিশু সংগঠক সিরাজুম মনিম টিটু, সুবির সাহা,জাকির হোসেন,বাদল বিশ্বাস,কমললতা দাস,তানিয়া তানভীন, সোনিয়া আকতার,চন্দন দাস,নিক্কন বিশ্বাস প্রমুখ।প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারি শিশুরা রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস