Profile of the Bangladesh Shishu Academy, Barisal's civic service-related profile and process map
Name of service: Different cultural programs on children: children's painting, recitation, music, dance |
||||
Service profile |
||||
Service Providers Office Name |
Designated Officer / Employee |
Service Receipt Location |
Required Time |
|
Bangladesh Shishu Academy, Barisal |
District Children Affairs Officer, |
Bangladesh Shishu Academy, Barisal, District Child Affairs Officer |
Admission activities 1-2 days |
|
Overview of the service delivery |
To get admission in the cultural training, District Child Officer, Barisal has to collect 50 /- (fifty taka) fee along with the application form, syllabus and admission guidelines. Hence, after submitting the admission form properly, the fees submitted by the trade of the training are received and the receipt is issued from the accounting branch. Attendance documents including receipt of the admission fee are to be submitted to District Child Officer. Identity card and class routine are provided with the permission to verify or verify the application. After the expiration of training, District Certificate Officer signed the certificates. |
|||
সেবা প্রাপ্তি শর্তাবলী |
৬-১৩ বছরের শিশুরা আবেন করতে পারবে। নির্দিষ্ট সময়ে ও নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে ভর্তি হতে পারবে। |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদনপত্রের সঙ্গে দুই কপি ছবি, জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হয়। |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
ফরমের মূল্য ১৫০/- ভর্তি ফি: ১৪০০/- কোর্স অনুযায়ী এক বছরের জন্য বি:দ্র. ফি কম/বেশি হতে পারে। |
|||
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা |
বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণ সংক্রান্ত নীতিমাল ও সরকারী আইন/বিধি/নীতিমালা অনুযায়ী |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারী কর্মকর্তা |
পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী |
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
প্রত্যন্ত গ্রাম থেকে আসা কষ্টকর, সমিত আসন সংখ্যা, দক্ষ ও পর্যাপ্ত প্রশিক্ষকের অভাব |
||
খ) সরকারি পর্যায় |
ডাটাবেজ নেই, দক্ষ ও পর্যাপ্ত প্রশিক্ষকের অভাব |
|||
বিবিধ/অন্যান্য |
বাজেট এর স্বল্পতা, অভিভাবক বসার পর্যাপ্ত জায়গা নেই। |
|||
সেবার নাম: শিশুবিকাশ ও প্রাক-প্রাথমিক কেন্দ্র পরিচালনা সেবা |
||||
সেবা প্রোফাইল |
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
সেবা প্রাপ্তি স্থান |
প্রয়োজনীয় সময় |
|
বাংলাদেশ শিশু একাডেমী, বরিশাল |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা |
বাংলাদেশ শিশু একাডেমী, বরিশাল জেলা কার্যালয় |
ভর্তি কার্যক্রম ১-২ দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
শিশুর বয়স ৩ থেকে ৫ বছর হলে অভিভাবকগণ জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বরিশাল এ সরাসরি যোগাযোগ করে ভর্তি করতে পারেন। অভিভাবকগণ অফিসে এসে ভর্তি ফরম সংগ্রহ করে জমা দেন। শিশুর বয়সের বিষয়টি যাচাই করে ভর্তি করা হয়। অত:পর শিক্ষার্থীদের আইডি কার্ড, ক্লাস রুটিন এবঙ বই দেওয়া হয়। ভর্তিকৃত শিশুরা একাডেমীর নিজস্ব প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে পড়াশুনার সুযোগ পেয়ে থাকে। |
|||
সেবা প্রাপ্তি শর্তাবলী |
শিশুর বয়স ৩ থেকে ৫ বছর হতে হবে এবং স্বল্প সুবিধাভোগী শিশুরা অগ্রাধিকার পায়। |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
নির্ধারিত ভর্তি ফরম, দুই কপি ছবি, জন্ম নিবন্ধন সনদ |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
বিনামূল্যে |
|||
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা |
বাংলাদেশ শিশু একাডেমী ও শিশু বিকাশ নীতিমালা, ২০১৩ |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারী কর্মকর্তা |
পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী |
|||
সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
স্বল্প সুবিধাভোগী শিশুর অভিভাবকদের শিশুর কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহ কম |
||
খ) সরকারি পর্যায় |
শিক্ষকদের সম্মানী সামান্য হওয়ায় তাদের শিক্ষা দানে আগ্রহ কম |
|||
বিবিধ/অন্যান্য |
||||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS